বিষয়: মিস কেস নং- ৩৮/XIII/১৪৩/২০২৪-২০২৫
এতদ্দ্বারা আলমডাঙ্গ উপজেলার সম্মানিত ভূমি মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩৮/XIII/১৪৩/২০২৪-২০২৫ নং মিসকেস এর মাধ্যমে জনাব আহাম্মদ আলী মন্ডল, পিতা-মৃত চেরাগ আলী মন্ডল, গ্রাম: কাছারী বাজার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা অত্র উপজেলাধীন ৭০ নং কুমারী মৌজার আর, এস ১২৩৩ খতিয়ানের দখল বিষয়ক মন্তব্য কলামে লিখিত ‘ম্যানেজমেন্ট কমিটি’ শব্দটি কর্তনপূর্বক খতিয়ান সংশোধনের আবেদন করেছেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে আগামী ১১/০৩/২০২৫ খ্রি. তারিখ বেলা ১০:০০ ঘটিকার সময় সরেজমিনে (নালিশি জমিতে) শুনানি গ্রহণ করা হবে। উক্ত খতিয়ানের ‘ম্যানেজমেন্ট কমিটি’ শব্দটি কর্তনের বিষয়ে কাহারো কোন আপত্তি থাকলে ধার্য তারিখে সরেজমিন উপস্থিত থেকে সহযোগীতা করার জন্য বলা হলো। অন্যথায় বিধি মোতাবেক একতরফা শুনানি গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস