উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮৩৪২/২০০৬ নং রিট পিটিশনের আদেশ মোতাবেক আগামী ১০ (দশ) দিনের মধ্যে আপনার দাবীকৃত উল্লিখিত হাটের খাস জমি একসনা বন্দোবস্তের প্রয়োজনীয় কাগজপত্র / প্রমাণকসহ লিজমানি প্রদান এবং লিজ নবায়নের আবেদন করতে বলা হলো। লিজমানি আদায় ও লিজ নবায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের এতদসংক্রান্ত আইন/বিধিমালা/পরিপত্র অনুসরণ করা হবে। বিধি মোতাবেক লিজমানি প্রদান ও লিজ নবায়ন করা না হলে সরকারি স্বার্থ রক্ষার্থে আইন/বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস