Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Alamdanga Pouro Hut Lease.
Details

এতদ্বারা আলমডাঙ্গা উপজেলার সকল ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলমডাঙ্গা পৌর হাট (কাচারী বাজার) এর চান্দিনা ভিটি/ খাস জমি অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে একসনা বন্দোবস্তের জন্য অত্র হাটের প্রকৃত ব্যবসায়ী বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী ব্যবসায়ীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৩.০৩.২০২৫ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে বলা হলো।

শর্তাবলি:

১. একজন ব্যবসায়ী ২০ বর্গমিটার বা ০.০০৫ একর বা ০.৫ শতাংশ এর বেশি জমি লীজ নিতে পারবেন না।
২. একই পরিবারের একাধিক সদস্য লীজ নিতে পারবেন না ।
৩. হাট বাজারের প্রকৃত ব্যবসায়ী হতে হবে।
৪. সাব লীজ/ দোকান ভাড়া দিতে পারবেন না।
৫. রাস্তা, পয়নিষ্কাশন বা তোহা বাজারের জমি দখল করতে পারবেন না বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না ।
৬. পাকা ছাদ বিশিষ্ট স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না ।
৭. আধা-পাকা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অনুমোদিত নকশা ও মাস্টারপ্ল্যানের ক্ষতি না করে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
৮. লাইসেন্স ফি নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্ধারিত ফি অনুযায়ী বর্তমান ভাড়া পরিবর্তিত হতে পারে।
৯. প্রযোজ্য ক্ষেত্রে বকেয়া/ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
১০. সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একসনা লাইসেন্স ভিত্তিক বন্দোবস্ত প্রদান করা হবে।
১১. যথা সময়ে লাইসেন্স ফী পরিশোধে ব্যর্থ হলে বা ইজারার কোনো শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করা হবে এবং স্থাপিত নির্মাণসমূহ বা স্থাপনা সমূহ দায়মুক্তভাবে সরকারের বরাবরে বাজেয়াপ্ত হবে এবং লাইসেন্স গ্রহীতা কোনোরূপ ক্ষতিপূরণ পাবেন না।
১২. সরকার তার প্রয়োজনে যেকোন সময় লীজ বাতিল করে উক্ত জমি দখল করতে পারে।
১৩. ভূমি মন্ত্রণালযের শাখা-৭ এর ৭.১০.১৯৯৬ খ্রিস্টাব্দ তারিখের ভূম-৭-বিবিধ-২৪/৯৫/৪৯১(৭৪) নং পরিপত্রের নির্দেশনা মোতাবেক পূর্বের ক্ষতিপূরণ ০১ (এক) মাসের মধ্যে পরিশোধ সাপেক্ষে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীর আবেদন বিবেচনায় নেওয়া যাবে।

Publish Date
10/02/2025
Archieve Date
01/07/2025